সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচকের উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সবকটি মিউচুয়াল ফান্ড ও বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ায় ডিএসইতে প্রধান মূল্যসূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ মিউচুয়াল ফান্ড ও বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ে। দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬০টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩০টির দাম বেড়েছে। বিপরীতে তিনটির দাম কমেছে এবং তিনটির দাম অপরিবর্তিত রয়েছে। বিমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৫০টির শেয়ার দাম বেড়েছে এবং আটটির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৬৬ কোটি ৬ লাখ টাকা।
সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১ কোটি ৯৭ লাখ টাকা। লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এনআরবি ব্যাংকের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার। ১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮২ প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২১ কোটি ৬১ লাখ টাকা।