আদালতে দাখিল করা কাগজ জালিয়াতির অভিযোগে সময় টিভির আইনজীবী আহসানুল করিমের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যেতে পারে বলে পর্যবেক্ষণ দেন বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। টেলিভিশন চ্যানেল সময় টিভির পরিচালনা নিয়ে হাইকোর্টে মামলা চলছে গত ১৪ আগস্ট থেকে। সময় মিডিয়া লিমিটেডের লাইসেন্সধারী ও প্রায় ১৮ শতাংশ শেয়ারের মালিক আহমেদ জোবায়ের টেলিভিশনটির ব্যবস্থাপনার দায়িত্ব ফিরে পেতে এ মামলাটি করেন। সময় মিডিয়া লিমিটেড বনাম আহমেদ জোবায়ের শিরোনামের আলোচিত এই মামলা। মূলত সময় মিডিয়া লিমিটেডের ‘বি’ গ্রুপের পরিচালকরা ‘এ’ গ্রুপের অন?্যতম পরিচালক আহমেদ জোবায়েরকে এমডি পদ থেকে অব্যাহতি দিলে এই মামলার সূত্রপাত। প্রথমে গত আগস্টে ব?্যবস্থাপনা পরিচালক এবং পরে ডিসেম্বরে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এসব সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেন আহমেদ জোবায়ের। এই অবস্থায় গতকাল বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সময় মিডিয়ার নেওয়া একতরফা সিদ্ধান্তগুলোর ওপর স্থিতাবস্থা জারি করেন। এ সময় আদালতে দাখিল করা কাগজ জালিয়াতির অভিযোগে সময় টিভির আইনজীবী আহসানুল করিমের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যেতে পারে বলে পর্যবেক্ষণ দেন। আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, গত বছরের ২৪ ডিসেম্বর সময় মিডিয়া লিমিটেড একটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে অপসারণ করে। নিয়ম অনুযায়ী ইজিএম করার বিষয়টি আহমেদ জোবায়েরসহ সব পরিচালককে তিন সপ্তাহ আগে জানাতে হবে। কিন্তু সময় টিভি কর্তৃপক্ষ সেটি না করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তারা আদালতকে জানিয়েছেন, ইজিএমের বিষয়টি আহমেদ জোবায়েরকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু তিনি ইজিএমে হাজির হননি। ফলে তার অনুপস্থিতিতে অন্য পরিচালক ও শেয়ারহোল্ডারদের সিদ্ধান্তমতে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। প্রকৃতপক্ষে আহমেদ জোবায়ের যাতে ইজিএমে উপস্থিত হতে না পারেন সেজন্য ভুল ঠিকানায় চিঠি পাঠানো হয়। এ-সংক্রান্ত জাতিয়াতির তথ্যপ্রমাণ তিনি আদালতে উপস্থাপন করেন। আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এই জালিয়াতির বিষয়টি তথ্যপ্রমাণসহ আদালতের নজরে আনলে আদালত ২৪ ডিসেম্বর ২০২৪ সালের ইজিএমের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। এ ছাড়া একই দিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ দেন আদালত। এর ফলে কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশন বদল করার সিদ্ধান্ত স্থগিত থাকবে এবং আহমেদ জোবায়ের পরিচালক পদে বহাল থাকবেন বলে আদেশ দেন।
শিরোনাম
- ম্যারাডোনার মৃত্যুরহস্য; চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার
- আজ বিশ্ব পরিবার দিবস
- পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ
- ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনেও নগরভবন অবরোধ
- ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ
- দ্বিতীয় দিনেও যমুনার সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের
- মণিপুরে এআরের অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ‘জাদুর চেরাগে’ গড়া সাম্রাজ্য: সবুর খানের বিত্ত-বৈভবের অন্ধকার অধ্যায়
- মায়োর্কাকে হারিয়ে বার্সার শিরোপার অপেক্ষা বাড়াল রিয়াল
- বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার
- ঈদুল আজহায় ইয়াশ-মালাইকার ‘ক্ষতিপূরণ’
- মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ২১
- তুরস্কে না যাওয়ার সিদ্ধান্ত পুতিনের, দেখা হচ্ছে না জেলেনস্কির সঙ্গে
- নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
- কে এই রাফাল ধ্বংসকারী পাকিস্তানি নারী পাইলট আয়েশা?
- আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প
- শেখ হাসিনাকে যেভাবে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন দুদক চেয়ারম্যান
- ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
- বিচারপ্রার্থীদের সেবা সহজ করতে এবার সব আদালতে পৃথক হেল্পলাইন
- শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার