ছাত্র-জনতার অভ্যুত্থানে চট্টগ্রামে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চেউয়াখালি বাজারসংলগ্ন তরিকউল্যাহ সমাজ এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জানাজায় জেলা প্রশাসকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।