টিএমএসএস ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি ও টিএমএসএস বিনোদন জগতের সহযোগিতায় কিরাত, হামদ্-নাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় টিএমএসএস বিনোদন জগতের টিপু মঞ্চে তা অনুষ্ঠিত হয়। টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াজেদ, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার, টিএমএসএসের উপদেষ্টা মো. আনিছুর রহমান, টিএমএসএস উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খান প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভিন, উপনির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ।
টিএমএসএস ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মো. আবদুল হান্নান, টিএমএসএস আলিম মাদরাসা অধ্যক্ষ মাসুদুর রহমান, প্রভাষক মোহাম্মদ মোস্তাকিম হোসাইন।
প্রতিযোগিতায় বগুড়ার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. আল মুফতাখির নাফি, দ্বিতীয় স্থান আবদুল্লাহ আল নাঈম, তৃতীয় স্থান এহসানুল হক জুনাইদ। হামদ্-নাথ ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন আবদুল্লাহ আল মাহী, দ্বিতীয় স্থান মাফরুহা বিনতে মামুন, তৃতীয় উম্মে সুমাইয়াতুল অথৈ। পুরস্কার বিতরণ শেষে দেশের প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, প্রফেসর ড. মাহফুজুর রহমান আহমদ, বিশিষ্ট গীতিকার ও সুরকার মাসুদ রানাসহ আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।