জুলাই আন্দোলনের পটভূমি তৈরি করেছেন তারেক রহমান উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তিনি আমাদের সব নেতাকে বলেছেন, ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে শরিক হন। এটাই হবে আমাদের গণতন্ত্র ও সংগ্রামের ফাইনাল খেলা। এভাবে চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। এ কারণে প্রতিটি বাড়ি ও প্রত্যেকটি ঘর থেকে ছাত্রদের হাত ধরে বাবা-মা বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছেন।’
জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে গতকাল বিকালে নগরীর অশি^নীকুমার হল চত্বরে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শোক র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ডা. মোর্শেদ হাসান খান, মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, এবায়দুল হক চাঁন, মেজবাহউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন খান প্রমুখ। উত্তরের আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ প্রমুখ।