প্রতিটি শিশুর চোখেই ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্ন যেন অন্ধকারে হারিয়ে না যায়- এই চেষ্টাতেই বিশেষ চাহিদাসম্পন্ন ৬০ শিশুর চোখের চিকিৎসাসেবা দিয়েছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গতকাল রাজধানীর লালমাটিয়ায় ব্রাইটার লাইফ স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফেইথ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ব্রাইটার লাইফ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করেন হাসপাতালের চিকিৎসকরা। পাঁচ সদস্যের চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন বসুন্ধরা চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাবিলা কবির। তার সঙ্গে ছিলেন রুবেল রানা, নিশিতা দাশ, শাহিদা আরবী মিতু ও আবু তৈয়ব। সকাল থেকেই স্কুল চত্বরে ছিল ব্যতিক্রম এক দৃশ্য। শিশুরা অভিভাবকদের হাত ধরে অপেক্ষা করছে। স্কুলের শিক্ষক ও কর্মীরা নিয়ম রক্ষায় সহায়তা করছেন। নাম ডাকার পর একে একে তারা প্রবেশ করছে চিকিৎসা কক্ষে, যেখানে চিকিৎসক দল প্রতিটি শিশুর চোখ পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন।
ডা. নাবিলা কবির বলেন, ‘আমি অনেক চক্ষু ক্যাম্পে কাজ করেছি কিন্তু এটাই প্রথমবার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছি। একেবারে আলাদা অভিজ্ঞতা। এদের জন্য দীর্ঘমেয়াদি চক্ষু স্বাস্থ্য পরিকল্পনায় আমরা পাশে থাকতে চাই।’ ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চোখের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে দেশে। বসুন্ধরা চক্ষু হাসপাতাল এই ক্যাম্পের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা কৃতজ্ঞ।’