চাঁদা দাবিকে কেন্দ্র করে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিকালে তালা খুলে দেন তারা। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থী হলেন- বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকির ও জুবায়ের জিহান।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় একটি দোকান কয়েকদিন আগে ফরেস্ট্রি ইনস্টিটিউটের শিক্ষার্থী তাওসিফ ও শুভ হাটহাজারীর বাসিন্দা রুবায়েতের কাছ থেকে ভাড়া নেন।
তবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অফিস সহকারী বাবু নিজেকে দোকান মালিকের প্রতিনিধি দাবি করে শিক্ষার্থীদের কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা ৩০ হাজার টাকা দিতে সম্মত হন। গতকাল সকালে দোকান সংস্কারের কাজ শুরু করলে বাবু স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের মধ্যে শিবলু, নজরুল ও নইম গংয়ের সদস্যরা ছিলেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, স্থানীয় দুর্বৃত্তরা জায়গাটিকে নিজেদের দাবি করে অতর্কিত হামলা চালায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, খোলামেলা চাঁদা দাবির পরও প্রশাসনের নীরব ভূমিকা ন্যক্কারজনক।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করেননি।