সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। এ ঘটনায় গতকাল ভোর রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সুরমাপাড়ে কিনব্রিজের উত্তরপ্রান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহের নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। আটক নাঈম আহমেদ রজব সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কিনব্রিজের উত্তরপ্রান্তে আলী আমজাদের ঘড়িঘরের নিচে বসে ডালিম আহমদ ও তার এক বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুই বন্ধুর মধ্যে বাগ্বিতণ্ডা হলে একপর্যায়ে বন্ধু ডালিমকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ডালিম ও আটক রজব দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।