নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে মিজান মাঝিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তবে গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে দরজা ভেঙে হাত-পা ও চোখ বেঁধে মিজান মাঝিকে তুলে নেওয়ার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এ বিষয়ে চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, মিজান মাঝিকে আটক বা অভিযানের বিষয়ে কোস্টগার্ড আমাদের কিছুই জানাননি। তবে আমাদের থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
গতকাল দুপুরে উপজেলার ভূঁইয়ার হাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভূঁইয়ার হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা, ব্যবসায়ী আহসান উল্লাহ, আবুল খায়ের, আবদুল করিম প্রমুখ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে কিছু লোক তাদের ঘরের তিনটা দরজা ভেঙে ভিতরে ডুকে নিজেদের কোস্টগার্ড পরিচয় দিয়ে মিজান মাঝিকে তুলে নেওয়ার অভিযোগ করেন মাঝির স্ত্রী আফরোজা বেগম ও ছেলে শাহাদাত হোসেন রুবেল। তবে শুক্রবার বিকালে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নোয়াখালীর হাতিয়ার বাংলা বাজার মাছ ঘাটে আবু বক্কর সিদ্দিক ওরফে মিজান ডাকাত (৪৫)-এর মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক ওরফে মিজান ডাকাতকে আটক করা হয়। এ সময় মিজানের স্বীকারোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে বাংলাবাজার বিসমিল্লাহ মৎস্য আড়ত তল্লাশি করে নয়টি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশি অস্ত্র এবং ২৯টি হাতবোমা জব্দ করা হয়। আটককৃত ডাকাত ও জব্দকৃত সব আলামতসহ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।