মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রায় তিন শতাব্দী প্রাচীন তেওতা জমিদারবাড়ি সংরক্ষণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাই কোর্ট। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এই আদেশ দেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জের জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলে সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপত্য হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৩০০ বছরের পুরোনো তেওতা জমিদারবাড়ি ১৯৬৮ সালের প্রত্নতত্ত্ব আইনের ১২(গ) ধারা অনুসারে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য তেওতা জমিদারবাড়িটি নিরাপদ রাখার জন্য যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়।
চলতি বছর ১৯ জুলাই গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে গত ৩ আগস্ট হাই কোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ আহমেদ হিরো। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. মহাদ্দেস-উল-ইসলাম (টুটুল)।