চট্টগ্রামে লাখো আশেকে রসুলের অংশগ্রহণে ৫৪তম জশনে জুলুস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হয়। নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জোহর নামাজের পর মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এদিকে জুলুসে পদদলিত হয়ে মুরাদপুর এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-পটিয়ার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত জুলুসে নেতৃত্ব দেন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মজি’আ)। বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে আগ্রহীরা জুলুসে যোগ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুপুর ১২টার দিকে আইয়ুব আলী নামের একজন অসুস্থ হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে ভিড়ের চাপে আহত সাইফুল নামের আরেক কিশোরকে হাসপাতালে আনা হলে তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। এ ছাড়া আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুসের প্রবর্তন হয় ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের (পাকিস্তান) সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা.) এর প্রবর্তন করেন।