সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আরও ১০ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করেছে র্যাব ও প্রশাসনের যৌথ টিম। সূত্র জানায়, র্যাব-৯ সদর কোম্পানি, সিলেট জেলা প্রশাসন ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোমবার বিকালে সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল লেবার পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া প্রায় ১০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। গতকাল মঙ্গলবারও ধোপাগুলে অভিযান চালানো হয়। বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। উল্লেখ, গত এক বছরে সীমান্তবর্তী এ দুটি উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে, যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদনও করা হয়। হাইকোর্ট এ বিষয়ে পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের নির্দেশ দেন।