রাজধানীর হাজারীবাগের একটি বাসার ৯ তলার ছাদ থেকে পড়ে সনাতন কুমার দাস (৭৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সনাতন কুমার হাজারীবাগের বাসিন্দা মৃত সুরেশ চন্দ্র দাসের ছেলে।
ঢামেক সূত্র জানায়, বুধবার সন্ধ্যার পর ওই ব্যক্তি বাসার ৯ তলার ছাদে পায়চারি করছিলেন। হঠাৎ মাথা ঘুরে ৯ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।