যমুনা রেলসেতুর কয়েকটি পিলারে ফাটল দেখা দিয়েছে, এমন কিছু ছবি গতকাল সকাল থেকে ফেসবুকে ভাইরাল। এ নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমন ঘটনার জন্য বিভিন্ন মহল সেতুর নির্মাণকাজে ত্রুটি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নানান মন্তব্য করছে। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে সচেতন মহল। তবে যমুনা রেলসেতু কর্তৃপক্ষ বলছে, ‘এটি মোটেও ফাটল নয়। মূলত প্রচ গরমের কারণে সৃষ্ট হেয়ার ক্র্যাক বা চুল আকৃতির ক্ষুদ্র ফাঁকা।’ যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী নাইমুল হক জানান, রেলসেতুর পশ্চিম প্রান্তের আট থেকে দশটি পিলারের নিচের অংশে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির ‘হেয়ার ক্র্যাক’ বা চুল আকৃতির ফাঁকা দৃশ্যমান হয়েছে; যা ঘষে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এটি নির্মাণকাজের কোনো ত্রুটি বা হানিকম্বও নয়। মূলত প্রচ গরম বা বৈরী আবহাওয়ার কারণে এ ক্ষুদ্রাকৃতির ফাঁকা সৃষ্টি হয়েছে, যা সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর নয় এবং ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না। ফেসবুকের ছবিগুলো অসদুদ্দেশ্যে বড় করে দেখিয়ে জনমনে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মার্চ দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল-গেজের ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে এ রেলসেতুর উদ্বোধন করা হয়। ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এটি। জাপানের ওটিজি এবং আইএইচআই যৌথভাবে সেতুটি নির্মাণ করেছে। ২০২০ সালের ২৯ নভেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।