নতুন প্রজন্মের চিন্তা অনেক সুদূরপ্রসারী। তারা রকেট সায়েন্স নিয়ে চিন্তা করে। জেনারেশন জেড জে ও জেনারেশন আলফাকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। গতকাল রাজধানীর একটি হোটেলে জনতার দল আয়োজিত ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন দলটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, কর্নেল (অব.) আবু কালাম মো. জাকি ও মেজর জেনারেল (অব.) মাহবুব আলম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান, যুগ্ম মহাসচিব মেজর (অব.) মো. জাকির হোসেন, মুখপাত্র ও সমন্বয়ক ডেল এইচ খান, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) মো. বদরুল আমিন সিদ্দিকী। সভা সঞ্চালনা করেন জনতার দলের যুগ্ম সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আতিকুল ইসলাম জুনেদ (আতিক)।
জেনারেল শামীম কামাল বলেন, ‘আমরা দক্ষ ও যোগ্য লোক নিয়ে দল তৈরি করেছি। জাতীয় সংসদ নির্বাচনে আমরা পরীক্ষিত ও যোগ্য লোককে প্রার্থিতা দেব।’ জেনারেল সাব্বির আহমেদ বলেন, ‘৫ আগস্টের পরও অনেকে দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে। দুর্নীতির কারণে দেশের উন্নতি হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্ম রকেট সায়েন্স নিয়ে চিন্তা করে। আর আমরা জায়গাসম্পত্তি ছাড়া কিছু বুঝি না। এ নতুন প্রজন্মের চিন্তক কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
মুক্তিযোদ্ধা আজম খান বলেন, ‘দেশ গড়তে নতুন প্রজন্মের জন্য পরিবেশ তৈরি করতে হবে। তার আগে চিহ্নিত রাজনীতিবিদ, যারা শুধু চাঁদাবাজি আর টেন্ডারবাজি করছে তাদের রাজনীতি থেকে অবসর নিতে হবে। আগামী নির্বাচনে যারা ভোট চাইতে আসবে তাদের প্রশ্ন করতে হবে।’