চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরের আড়াই লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শহরটিতে ৪৯ জন করোনা রোগী শনাক্তের পর এমনই পদক্ষেপ নিলেন শহরের মেয়র কোয়ান ইয়ং-জিন।
তিনি বলেন, এই শহরটিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। তাই এই সঙ্কট মোকাবিলায় শহরটির বাসিন্দাদের নিজ বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই নির্দেশনা দেন কোয়ান ইয়ং-জিন।
এর আগে জাপানের ক্রুজ শিপে ৬২০ জনের কারোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে জাপনের সরকার।
বিডি-প্রতিদিন/মাহবুব