চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে।
প্রাণঘাতী এই করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। চীনের বাইরে ভারত, পাকিস্তান, ইসরায়েল, ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হচ্ছে বাড়তি সতর্কতায়।
ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরাখন্ডের বিভিন্ন স্কুল বন্ধ করে দিয়েছে ভারত। পাকিস্তানে মাত্র ২৮ জন করোনা আক্রান্ত হলেও সিন্ধু প্রদেশের স্কুলগুলো ৩০ তারিখ পর্যন্ত ছুটি বাড়িয়েছে সরকার। এই ছুটি গ্রীষ্মকালীন ছুটি হিসেবে বিবেচনা করা হবে।
শ্রীলঙ্কায় প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়ার পরই দেশজুড়ে ১৩ই মার্চ থেকে সব স্কুল বন্ধ করে সরকার। নেপালেও স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করায় অন্তত ১২টি অঙ্গরাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্রাজিলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাকে স্বাগত জানিয়েছে ইউনিক্যাম্প বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
এরই মধ্যে করোনা মোকাবেলায় পদক্ষেপ হিসেবে বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, গ্রিস, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
এদিকে, করোনা প্রতিরোধে ইউরোপের আরেক দেশ সাইপ্রাসে গণসমাবেশসহ পার্ক, সিনেমা হল, মার্কেট, খেলার মাঠসহ জনবহুল জায়গায় অযথা ঘোরাফেরা করা যাবে না।
দেশটিতে মোট ২১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এরই মধ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াডিস ১০ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন