করোনায় সংক্রমণের ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল অনুষদের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে সকল অনুষদের ছাত্র প্রতিনিধিদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ক্লাস বর্জনের বিষয়টি অবহিত করেন।
এদিকে সরকারের নির্দেশনা পেলেই আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান। তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। করোনাভাইরাস প্রতিরোধে ক্যাম্পাসে সকল ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।
জানা যায়, রবিবার বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ক্লাসে গেলে ছাত্র প্রতিনিধিরা ক্লাস বর্জনের পক্ষে সবার থেকে গণস্বাক্ষর গ্রহণ করেন। এরপর ক্লাস বর্জনের বিষয়ে নিজ নিজ অনুষদীয় ডিনের নিকট অবহিত করেন। দুপুরে প্রতিটি অনুষদের ছাত্র প্রতিনিধিদের একটি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসেন ও প্রশাসনিকভাবে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধের দাবি জানান।
এবিষয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন বলেন, করোনার ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার