করোনাভাইরাসের ভয়াবহতায় চীনকেও ছাপিয়ে যাচ্ছে ইতালি। ইউরোপের দেশটিতে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে আর এসব মরদেহে উপচে পড়ছে ইতালির মর্গগুলো। দাফনেরও জায়গা নেই দেশটির কবরস্থানগুলোতেও। আর তাই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।
এ ব্যাপারে ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, কবর দেয়ার স্থান সংকুলান না হওয়ায় গত বুধবার রাতে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডির বারগামোর শহরের বাইরে নিয়ে যাওয়া হয় শত শত কফিন। এতে ব্যবহার করা হয় সেনাবাহিনীর ট্রাক। এসব ট্রাকে করে শহরের একটি কবরস্থান থেকে দাফনের জন্য অন্য অঞ্চলে নেয়া হচ্ছে করোনা আক্রান্তদের মরদেহ। এদিকে ট্রাকে করে মরদেহ সরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে । অনেক ইতালীয় এই ভিডিওকে ‘দেশের ইতিহাসের সবচেয়ে করুণ ছবি’ বলে অভিহিত করেছেন ।
এ নিয়ে ইতালি লোম্বার্ডি অঞ্চলের ব্রেসকিয়া শহরের চিয়ারি হাসপাতালের পরিচালক জিন পিয়েরে রাম্পোনি বলেন, আমরা চীনের ছবিগুলো দেখে মানসিকভাবে প্রস্তুত ছিলাম কিন্তু এমন চিত্র ভয়াবহ চিত্র দেখবো সেটি ভাবিনি।
এদিকে ইতালির বারগামো শহরের মেয়র গিয়োরগিয়ো গোরি বলেন, মৃতের আসল সংখ্যা আরও বেশি কারণ করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া অনেক মৃতের শরীরে ভাইরাসের পরীক্ষা করা হয়নি।
বারগামো শহরের মেয়র আরো বলেন, ২৪ ঘণ্টাই মরদেহ পুড়ানো হচ্ছে, একদিনে ২৫টির মতো মরদেহ পুড়ানো যায়। পুড়ানোর পর ছাইগুলো আবার মরদেহ যে এলাকা থেকে এসেছে সেখানে ফিরিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত ইতালিতে মোট মৃতের সংখ্যা ৪,৮২৫। একদিনেই মৃত্যু হয়েছে ৭৯৩ জনের। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৩,৫৭৮। সবচেয়ে খারাপ চিত্র ইতালির লমবার্ডিতে। সেখানে ৩,০৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ২৫,৫১৫ জন।
বিডি প্রতিদিন/ফারজানা