কক্সবাজারে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম সীমান্তের মন্ডলপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আগমনের প্রাক্কালে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে।
আটককৃতরা হলো-ক্যাম্প ১৯, ব্লক ডি/ ৯ এর হাফেজ আহমেদর পুত্র মো. হাসান ,(২৫), ক্যাম্প ১৯, ব্লক সি/ ৮, এর আবদুর রহিমের পুত্র এনা করিম (২৫), ক্যাম্প ১৯, ব্লক এ/ ৯ এর মোহাম্মদ হাসানের পুত্র মো. আয়াস (২১)। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদেরকে ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম