চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হোম কোয়ারেন্টাইন অমান্য করায় একই পরিবারের ৬ জনকে তালাবন্দি করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গতকাল শনিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শোভা কলোনীতে এই ঘটনা ঘটে। এদের মধ্যে একজন সৌদি থেকে সম্প্রতি এসেছেন। বাকী ৫ জন পরিবারের সদস্য।
জানা যায়, ওই পরিবারের এক সদস্য দুইদিন আগে বিদেশ থেকে ক্যাম্পাসে আসে। নিয়ম অনুযায়ী বিদেশ ফেরত ওই লোক হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন। ওই ব্যক্তিকে প্রক্টরিয়াল বডি হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানায়। এ অনুরোধ না মানায় শনিবার বিকেলে ওই পরিবারের সকলকে তালাবন্দি করে রাখা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, ওই পরিবারের এক সদস্য দুইদিন আগে বিদেশ থেকে এসেছেন। নিয়মানুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার কথা থাকলেও তা না মেনে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। পরে আমরা সবার নিরাপত্তার বিষয় চিন্তা করে ওই পরিবারের ৬ জনকে তালাবন্দি করে রেখেছি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ