বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং করোনা সংক্রামন এড়াতে জনসমাগম রোধে প্রচারণা চালিয়েছে র্যাব-৮। গতকাল শনিবার (২১ মার্চ) থেকে র্যাবের বিশেষ টহল দল হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা বিষয়ে জনগনকে সচেতন করেন এবং করোনা থেকে মুক্ত থাকতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়।
হ্যান্ড মাইকে র্যাব জানায়, করোনাভাইরাস মোকাবেলায় ব্যক্তি সচেতনতার বিকল্প নেই। গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সকলকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং ভালো করে বার বার হাত ধুতে হবে।
এভাবে করোনা সংক্রমন থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব বলে হ্যান্ড মাইকে জনগনকে পরামর্শ দেয় র্যাব-৮। জনস্বার্থে র্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ