কলম্বিয়ায় কভিড-১৯ করোনাভাইরাসে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
করোনাভাইরাসে মারা যাওয়া ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ট্যাক্সি ড্রাইভার ছিলেন। তিনি ইতালির পর্যটকদের কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর কার্টাগেনাতে নিয়ে গিয়েছিলেন।
প্রথমে তার করোনাভাইরাস টেস্টে নেগেটিভ ফলাফল এসেছিল। কিন্তু মৃত্যুর পর তার শরীরে যে করোনাভাইরাস ছিল তা নিশ্চিত হওয়া সম্ভব হয়। সেই ব্যক্তির বোনেরও করোনাভাইরাস ধরা পড়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কলম্বিয়াতে মোট ২১০ ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা