লালমনিরহাটে বিদেশ ফেরত ৯২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে একজন অসুস্থ্য হয়ে পড়লে তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ভারত থেকে বাংলাদেশে এসে গত বৃহস্পতিবার বিকেল কোয়ারেন্টাইনে আসেন। রাতেই অসুস্থ হয়ে পড়লে তাকে পাটগ্রামের স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। সে এখন চিকিৎসাধীন আছেন।
এসময় তিনি আরও জানান, বিভিন্ন দেশ থেকে ফেরৎ আসা প্রবাসীদের গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনে রাখা শুরু হয়। এখন পর্যন্ত লালমনিরহাটে যাদের কেয়ারেন্টাইন করা হয়েছে তাদের মধ্যে ভারত ও চীন থেকে ফেরৎ আসা প্রবাসীর সংখ্যাই বেশি।
এদিকে, নিত্য প্রয়জনীয় পন্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধির জন্য ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় আজ লালমনিরহাট জেলায় ১৩ জনকে ২৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ