কভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনমনে আতঙ্কে ছড়াচ্ছে, সঙ্গে ছড়াচ্ছে গুজবও। কঠিন এই সময়ে নাগরিকদের ২৪ ঘণ্টা স্বাস্থ্য সেবা দিতে অনলাইন বট চালু করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের (সিডিসি) এই বটটির নাম ক্লারা। কারও মধ্যে সত্যিই করোনার উপসর্গ আছে কী না তা জানতে সাহায্য করবে ক্লারা। তবে এটি করোনা শনাক্ত করবে না। এটি শুধু ব্যবহারকারীদের উপযুক্ত স্বাস্থ্য সেবা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
এ অনলাইন বট জরুরি নাম্বারে কল করা, বাড়িতে অবস্থান, স্বাস্থ্যসেবা সরবরাহকারীকে কল করাসহ নানা পরামর্শ দেবে।
বিডি প্রতিদিন/ফারজানা