নওগাঁয় ২৪ ঘন্টার ব্যবধানে বিদেশ থেকে আসা ৮৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত নওগাঁর ১১ উপজেলায় হোম কোয়ারেন্টিনে ছিলো ২০৪ জন। রবিবার সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫ জনে। একদিনের ব্যবধানে ৮৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। রবিবার বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল।
সম্প্রতি বিভিন্ন দেশ থেকে নওগাঁয় আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। নওগাঁ সদরসহ ১১ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তি ইতালি, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, চীন, ব্রুনাই, মালয়েশিয়া, জাপান, লেবানন, কঙ্গো, ফ্রান্স, ভারত, ওমান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ছিলেন।
নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল জানান, শনিবার সকালে ছাড়পত্র দেওয়া হয় ৩ জনকে। এ নিয়ে গত ৪/৫ দিনে হোম কোয়ারেন্টাইনে থেকে ৪২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ১ হাজার ৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২০৯ জন, রানীনগর উপজেলায় ৯১ জন, আত্রাই উপজেলায় ১০৪ জন, মহাদেবপুর উপজেলায় ১৩৮ জন, মান্দা উপজেলায় ১০০ জন, বদলগাছি উপজেলায় ১০৬ জন, পত্নীতলা উপজেলায় ১৩৩ জন, ধামইরহাট উপজেলায় ৩১ জন, নিয়ামতপুর উপজেলায় ৭৫ জন, সাপাহার উপজেলায় ৭০ জন ও পোরশায় ৩৫ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
বিডি প্রতিদিন/আল আমীন