সিলেটে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে মৃত্যুবরণকারী প্রবাসী নারীর মুখের লালাসহ অন্যান্য নমুনার ফলাফল এখনো আসেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।
রবিবার বিকালে আইইডিসিআর'র পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন মানুষ। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। এরইমধ্যে পাঁচজন সুস্থ হয়ে ফিরে গেছেন। মারা গেছেন দু’জন।
তিনি আরও বলেন, মারা যাওয়া ব্যক্তি যেসব জায়গায় গিয়েছিলেন সেখানকার ভিডিও ফুটেজ এবং যাদের সংস্পর্শে এসেছেন তাদের শনাক্ত করা হচ্ছে। আমরা সন্দেহ হলে কাউকে টেস্ট না করে ফিরিয়ে দিচ্ছি না। ২৪ ঘণ্টায় ৬৫ জনের পরীক্ষা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত