হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় নীলফামারীতে মোস্তাফিজুর রহমান শিশির নামে এক ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে নীলফামারী বড় বাজারে অভিযান পরিচালনা করে জরিমানার এই টাকা আদায় করা হয় এবং তাকে আগামী ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার। এসময় নীলফামারী থানার উপ সহকারী পরিদর্শক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। দণ্ডিত ব্যবসায়ী গত সাত দিন আগে ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে এসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার বলেন, সরকারী নিয়ম না মানার প্রমান হাতে নাতে পাওয়া যায় এই ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি ভারত থেকে এসে শহরের বড় বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হলে জরিমানার টাকা পরিশোধ করেন তিনি।
ইউএনও বলেন, আগামী ১৪দিন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এমন নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ