চীনের উহান থেকে বিশ্বজুড়ে হানা দিয়েছে করোনাভাইরাস। এই ভাইরাস সামাল দিতে বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করেছে। এদিকে, মহামারী করোনা প্রতিরোধে রুয়ান্ডাকে লকডাউন ঘোষণা করেছে সেদেশের সরকার। আরোপ করা সে লকডাউন অমান্য করে মাছ ধরতে গিয়ে কুমিরের গ্রাসে পরিণত হয়েছেন এক ব্যক্তি।
বুধবার দেশটির নায়বারোঙ্গো নদীতে অজ্ঞাত এক ব্যক্তি আদেশ অমান্য করে মাছ ধরতে যান। তখন কুমিরের হামলার মুখোমুখি হন তিনি। এরপর তাকে খেয়েও ফেলে কুমির।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কামোনী জেলার মেয়র আলিস কেইটসি বলেন, ‘ঘরে থাকতে’ দেয়া সরকারের নির্দেশ লঙ্ঘন করেছেন ওই ব্যক্তি। ভাইরাস সংক্রমণ রোধে সহযোগিতা না করা খুবই কম সংখ্যক লোকদের মধ্যে তিনি একজন।
এক কোটি ১০ লাখ লোকের আফ্রিকার সবচেয়ে ছোট্ট দেশটিতে এখন পর্যন্ত ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অঞ্চলটিতে এটিই সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন