ভারতের প্রথম করোনা আক্রান্তের শরীরে থাকা জীবাণুর ছবি প্রকাশ করল আইসিএমআর৷ পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির পরীক্ষাগারে আক্রান্তের লালা রস পরীক্ষা করে গত ৩০ জানুয়ারি Sars-Cov-2 জীবাণুর সন্ধান মিলে৷ এই Sars-Cov-2 জীবাণুর থেকেই Covid-19-এ আক্রান্ত হন রোগীরা৷
ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ইমেজিং পদ্ধতি ব্যবহার করে এই পরীক্ষা করা হয়েছিল৷ সেই পরীক্ষাতেই চীন ফেরত ওই তরুণীর শরীরে করোনাভাইরাসের জীবাণুর অস্তিত্বের প্রমাণ মিলেছিল৷ ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চ-এ সেই জীবাণুর ছবি প্রকাশ করা হলো৷
চীনের উহানে মেডিকেলে পড়তে যাওয়া শিক্ষার্থী কেরলের বাসিন্দা ওই তরুণীই ভারতের প্রথম কোভিড-১৯ আক্রান্ত ছিলেন৷ চিকিৎসার পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন৷
যে Sars-Cov-2 জীবাণুর ছবি প্রকাশ করা হয়েছে, সেগুলোর সঙ্গে ২০১২ সালে ছড়িয়ে পড়া মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস বা Mers-Cov এবং ২০০২ সালে ছড়িয়ে পড়া সেভেয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা Sars-CoV জীবাণুর অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা৷
কেরলের ওই তরুণীর শরীরে নমুনা সংগ্রহ করে যে জীবাণুর খোঁজ পাওয়া যায়, তার সঙ্গে উহানে পাওয়া করোনা ভাইরাসের জীবাণুর অনেকটাই মিল পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির বিশেষজ্ঞরা৷-নিউজ এইট্টিন
বিডি প্রতিদিন/আরাফাত