চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস হানা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও। কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৩৫ জন।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম।
করোনায় আক্রান্তদের মধ্যে ২৩৫ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৪ জন, বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭১ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কোয়ারেন্টাইনে থাকা ৯১০ জন নির্দিষ্ট সময় শেষে করে বাড়ি ফেরে গেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন