২৯ মার্চ, ২০২০ ০৯:৩৫

করোনা মোকাবেলায় ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল জাহাজ নিউ ইয়র্কের পথে

অনলাইন ডেস্ক

করোনা মোকাবেলায় ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল জাহাজ নিউ ইয়র্কের পথে

নিউ ইয়র্কে করোনাভাইরাস মোকাবেলায় নৌবাহিনীর একটি মেডিকেল জাহাজ পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে গিয়ে জাহাজের হাসপাতালটির কর্মকর্তা ও নার্সদের বিদায় জানান। প্রায় দুই সপ্তাহ তিনি ওয়াশিংটন থেকেই বের হননি। কিন্তু শনিবার জাহাজটি ছেড়ে যাওয়ার সময় তিনি নোরফোকে গিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন এবং জাহাজের মেডিকেল কর্মীদের স্যালুট জানান।

নিউ ইয়র্কে করোনা সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি। ইউএসএনএস কমফোর্ট নামের জাহাজটিতে করোনা সংক্রমিত হননি এমন ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হবে। নিউ ইয়র্কের হাসপাতালগুলির ওপর থেকে চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাজটি সোমবার গিয়ে পৌঁছাবে এবং মঙ্গলবার থেকে সেখানে সেবা দেওয়া শুরু হবে। 

১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল জাহাজটি তিনটি ফুটবল মাঠের সমান। ট্রাম্প বলেন, জাহাজটি নিউ ইয়র্কের হাজার হাজার মেডিকেল কর্মী, নার্স ও মেডিকেল বিশেষজ্ঞদের সঙ্গে যোগ দিবে যারা মার্কিন নাগরিকদের জীবন বাঁচাতে প্রাণান্ত লড়াই করে যাচ্ছে। 

সূত্র: এনবিসি নিউজ

বিডি-প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর