ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। এ অবস্থায় ত্রাতা হয়ে এগিয়ে এলেন বলিস্টারেরা। হৃতিক-প্রভাসের পর এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে অর্থ প্রদান করলেন অক্ষয় কুমার, বরুণ ধওয়ন এবং আয়ুষ্মান খুরানা।
জানা গেছে, অক্ষয় কুমার দিয়েছেন ২৫ কোটি টাকা। আর বরুণও দিয়েছেন ৩০ লক্ষ টাকা। এদিকে আয়ুষ্মান খুরানা কত টাকা দিয়েছেন সে বিষয়ে জানাতে চাননি আয়ুষ্মান।
আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা পরিকাঠামো এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এই টাকা খরচ করা হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানান হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/হিমেল