কভিড-১৯ করোনাভাইরাস থেকে সুরক্ষায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৭০০ পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেড। গতকাল শনিবার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর কার্যালয়ে মুগদা জেনারেল হাসপাতালের পরিচালকের কাছে পিপিইগুলো হস্তান্তর করা হয়। হাসপাতালের পরিচালকের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
শ্যামল দত্ত বলেন, আমরা চেষ্টা করছি যেখানে পিপিই তৈরি হচ্ছে সেখান থেকে সংগ্রহ করে হাসপাতালগুলোতে দেয়ার জন্য। কারণ আমি মনে করি, হাসপাতালগুলোতে এখন পিপিই সবচেয়ে বেশি জরুরি। বিশেষ করে যারা করোনাভাইরাসে আক্রান্ত বা যারা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের কাছাকাছি আসা খুবই ঝুঁকিপূর্ণ।
মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম বলেন, হাসপাতালের চিকিৎসকরা এরই মধ্যে পিপিই পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছে। এই পিপিইগুলো ডাক্তার-নার্সদের অনেক কাজে লাগবে।
বিডি-প্রতিদিন/ফারজানা