জাপানে শনিবার রেকর্ডসংখ্যক ১৯৪ ব্যক্তি কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এটি জাপানে একদিনে সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা।
জাপানে করোনায় নতুন করে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যু হয়েছে ৬২ জনের। এর মধ্যে ১০ জন মারা গেছে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে।
জাপানের রাজধানী টোকিও এবং ছিবাতে সংক্রমণের হার বেশি। জাপানে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছে ২ হাজার ২১১ জন। এর মধ্যে ১৬৯৩ জন জাপানে এবং ৭১২ জন সংক্রমিত হন ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপের মধ্যে।
বিডি-প্রতিদিন/ফারজানা