নিউ জিল্যান্ডে করোনায় প্রথমবারের মতো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় মারা যাওয়া সেই নারীর বয়স ছিল ৭০ বছর। শনিবার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
৪ দিন আগে ইনফ্লুয়েঞ্জা নিয়ে সেই নারী হাসপাতালে ভর্তি হন। আগে থেকেই তার স্বাস্থ্য জটিলতা ছিল। সরকারি বিবৃতিতে ওই নারীর পরিবার ও প্রিয়জনদের প্রতি শোকজ্ঞাপন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, নিউ জিল্যান্ডে এ পর্যন্ত ৫১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/ফারজানা