স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অনেকেই প্রশ্ন করেন-বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম কেন? আমরা কি চাই বেশি বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হোক এবং বেশি বেশি মানুষ মারা যাক?
রবিবার দুপুর সোয়া ১২টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, অনেক উন্নত দেশের তুলনায় করোনা পরিস্থিতি আমাদের দেশে ভাল। এ বিষয়ে আমাদের প্রস্তুতি ছিল এবং আমরা যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছি।
বিডি প্রতিদিন/কালাম