দেশে গত ২৪ ঘণ্টায় নতুন কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রবিবার দুপুরে আইইডিসিআর’র এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন কি না?
এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত নই। কোভিড-১৯ টেস্টও করিয়েছিলাম। আমি এই ভাইরাসে আক্রান্ত হইনি।
এ সময় হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে মন্ত্রী বলেন, অন্যরা যেভাবে আছে, আমিও সেভাবেই আছি।
বিডি প্রতিদিন/কালাম