২৯ মার্চ, ২০২০ ১৯:৫০

সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে ২৩৮৯ জন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে ২৩৮৯ জন

সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে  এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৮৯ জন আছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩২ জন হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১০৯ জন। 

আজ রবিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট পরিদর্শন করে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গাউন প্রদান করেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরায় কোভিড১৯ পরীক্ষা করার কোনো ব্যবস্থা না থাকলেও অন্যান্য সব ধরণের প্রস্তুতি রয়েছে। জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জাননো হচ্ছে। সদর হাসপাতালে আইসোলশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। কোনও মানুষের মধ্যে করোনার উপসর্গ পাওয়া গেলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর