করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের। চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তার সরকার ফ্লু চিকিৎসায় ব্যবহৃত অ্যাভিগ্যান ওষুধকে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের দ্রুত অনুমতি দিতে চেষ্টা চালাবে। রাজধানী টোকিওতে এক দিনে ৬৩ জন নতুন রোগীর সন্ধান পাওয়ার পর তিনি বলেন, “আমরা ধসে পড়ার দ্বারপ্রান্তে।”
তিনি বলেন, কভিড-১৯ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ভারাক্রান্ত করে ফেলার আগেই দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে জাপানকে।
বিভিন্ন অর্থনৈতিক উদ্দীপনা ঘোষণা করার পাশাপাশি তিনি বলেন, ফ্লুর বিরুদ্ধে ব্যবহৃত জাপানি ওষুধ অ্যাভিগ্যান যেন করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহার করা যায়, সেজন্য অনুমোদন লাভের জন্য সরকার এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে। জাপানি প্রতিষ্ঠান ফুজিফিল্ম হোল্ডিংস এই ওষুধ প্রস্তুত করে থাকে।
সূত্র: নিক্কেই এশিয়ান রিভিউ
বিডি প্রতিদিন/ ওয়াসিফ