৩১ মার্চ, ২০২০ ২১:৪২

করোনার লড়াইয়ে ৭ মাসের বেতন দান করলেন এরদোগান

অনলাইন ডেস্ক

করোনার লড়াইয়ে ৭ মাসের বেতন দান করলেন এরদোগান

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯,০৭৪ জনের।

সোমবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

জাতির উদ্দেশে দেয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন, সাত মাসের বেতন দান করার মাধ্যমে আমি এই প্রচার শুরু করেছি। এ ছাড়া তার সরকারের মন্ত্রিসভার সদস্য ও আইনপ্রণেতারা ৫২ লাখ তুর্কিশ লিরা এ প্রচারের জন্য দান করেছেন।

তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮২৭ জন ও মৃত্যু ১৬৮ জন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর