১ এপ্রিল, ২০২০ ০৯:৫১

নবাবগঞ্জে করোনা আক্রান্ত শনাক্ত, ঢাকায় স্থানান্তর

অনলাইন ডেস্ক

নবাবগঞ্জে করোনা আক্রান্ত শনাক্ত, ঢাকায় স্থানান্তর

ঢাকার নবাবগঞ্জে সৌদী আরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস উপস্থিতি নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ অবস্থায় তার পরিবারের সকল সদস্যদের পাশাপাশি ১২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম সালাউদ্দিন মনজু জানান, প্রবাসীকে সন্ধ্যায় আইইডিসিআরের একটি টিম চিকিৎসার জন্য ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।

কয়েকদিন আগে সৌদী আরব থেকে নবাবগঞ্জের বাড়িতে ফিরেন প্রবাসী। এরপর তার মধ্যে করোনাভাইরাস আক্রান্তের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তখন প্রবাসীর পাশাপাশি আরও তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার পরীক্ষার রিপোর্টে প্রবাসীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। বাকি তিনজনের সংক্রমণ পাওয়া যায়নি। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

সর্বশেষ খবর