ভারতে বেসরকারি হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ১,৬১৬। মৃত্যু ৪৭। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা ১,৩৯৭। মৃত্যু ৩৫।
কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ১,৩৪৮ জন ভারতীয় নাগরিক। বাকি ৪৯ জন বিদেশের। এরই মধ্যে সুস্থ হয়েছেন ১২৪ জন। কয়েকজন সুস্থ হয়ে হাসপাতালও ছেড়েছেন।
করোনা আক্রান্তে মহারাষ্ট্র এখনও ভারতের শীর্ষে। মঙ্গলবার রাতের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছেন। আক্রান্ত ৩০২ জন। এরপরেই রয়েছে কেরালা। ২৪১ জন করোনা পজিটিভ, মৃত্যু হয়েছে ২ জনের। তেলেঙ্গানায় এ পর্যন্ত ৮ জন মারা গেছেন। মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে ৪ জন করে মারা গিয়েছেন। গুজরাটে এদিন রাত পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন