শিরোনাম
১ এপ্রিল, ২০২০ ১১:৪২

''সুস্থদেরও ভিড় এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা উচিত''

অনলাইন ডেস্ক

''সুস্থদেরও ভিড় এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা উচিত''

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের চিকিৎসক ড. তাহমিনা রহমান বলেছেন, কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুস্থ ব্যক্তিদের ভিড় এবং ও জনাকীর্ণ স্থান, অনুষ্ঠান ও সমাবেশ এড়িয়ে চলা উচিত। যতক্ষণ পারা যায় ঘরে থাকতে হবে। সন্দেহ হলেই হাত পরিষ্কার করতে হবে।

ড. তাহমিনা রহমান আরও বলেন, হ্যান্ড স্যানিটাইজার দরকার নেই, হাস পরিষ্কারে সাবান-পানিই যথেষ্ট। নোংরা কোনো কিছুতে হাত লাগলে সাথে সাথে হাতটা ধুয়ে ফেলা খুব জরুরি। কারণ এ ভাইরাস ২৪ ঘণ্টা বেঁচে থাকে। কেউ হয়তো কোনো কিছু স্পর্শ করে গেছে, সে ব্যক্তি নিজেও জানে না সে অসুস্থ, ভাইরাস আছে; সুস্থ কোনো ব্যক্তি তা স্পর্শ করলে সেও করোনায় আক্রান্ত হতে পারে। 

সূত্র: ভয়েস অব আমেরিকা

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর