১ এপ্রিল, ২০২০ ১৪:৩২

নিউ ইয়র্কে লকডাউন ঘোষণার আগেই শেষ হয় 'করোনা' ছবির কাজ (ভিডিও)

অনলাইন ডেস্ক

নিউ ইয়র্কে লকডাউন ঘোষণার আগেই শেষ হয় 'করোনা' ছবির কাজ (ভিডিও)

কভিড-১৯ করোনাভাইরাস নিয়ে ফিচার সিনেমা নির্মাণ করেছেন পরিচালক মোস্তাফা কেশভরি।  নিউ ইয়র্কে লকডাউন ঘোষণার আগেই শেষ হয়েছিল সিনেমার সব কাজ। এটিকে করোনা নিয়ে নির্মিত প্রথম সিনেমা বলে দাবি করা হচ্ছে। 

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। ছবির ট্রেলারে দেখা গেছে, সাত জন মানুষ একটি লিফটে আটকে যায়। তারপর তারা জানতে পারে যে সাতজনের মধ্যে একজন করোনা আক্রান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে ভয় এবং নৈতিক মূল্যবোধ নিয়ে কথা বলে এই সিনেমা। সাতজনের মধ্য়ে একজন চীনা, কয়েকজন শ্বেতাঙ্গ উচ্চবর্ণের ও বাকি নিম্নবর্ণের মানুষ। যথারীতি শুরু হয় বর্ণবৈষম্য। কিন্তু বর্ণ দেখে রোগ হয় না, এটাই পুরো সিনেমায় বোঝাতে চেয়েছেন পরিচালক।

পরিচালক কেশভরি জানিয়েছেন, করোনার প্রাদুর্ভার শুরুর সময়টাতে অনেক চীনা নাগরিক হামলার শিকার হচ্ছিলেন। তখন তার মাথায় বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণের আইডিয়া আসে।

এ ছবিতে আতঙ্ককেই ভাইরাস বলা হচ্ছে যা খুব দ্রুত ছড়ায় এবং তার প্রতিকার হচ্ছে ইতিবাচক মনোভাব। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর