১ এপ্রিল, ২০২০ ১৬:৩৮

চট্টগ্রামে আইসোলেশনে রোগীর মৃত্যু, ৮ জনের নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে আইসোলেশনে রোগীর মৃত্যু, ৮ জনের নমুনা পরীক্ষা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি মারা যান। অন্যদিকে, বিআইটিআইডিতে  বর্তমানে ৭ জন আইসোলেশনে আছে এবং ৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে সবগুলো নেগেটিভ আসছে বলে জানা যায়।   

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বিআইটিআইডিতে প্রায় ৬০ বছর বয়সী এক রোগীকে পাঠানো হয়। ওই রোগী বিদেশফেরত বা করোনা আক্রান্ত কারো সঙ্গে মেলামেশা করার তথ্য নেই।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘বিআইটিআইডি হাসপাতালে প্রায় ৬০ বছর বয়সী একজন রোগী মারা গেছেন। তার অতীত ইতিহাস নেওয়া হয়েছে এবং টেস্টও করা হয়েছে। তবে ওই রোগী আগে  থেকেই ডায়াবেটিস ও হাঁপানিসহ নানা রোগে ভুগছিলেন। তাই তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তার কোনো জ্বর বা সর্দি ছিল না।’ তিনি বলেন, ‘বর্তমানে আইসোলেশনে ৬ জন আছেন। তাছাড়া হোম কোয়ারেন্টাইন থেকে এখন পর্যন্ত ৪৫ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে আরও ৯২৮ জন কোয়ারেন্টাইনে আছেন।’

বিআইটিআইডি এর মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ বলেন, ‘ বুধবার ৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। যার সবগুলোই নেগেটিভ ফলাফল আসে।’  

বিডি প্রতিদিন/মজুমদার/রেজা মুজাম্মেল

সর্বশেষ খবর