১ এপ্রিল, ২০২০ ২০:০৬

নির্দেশ অমান্য করে অষ্টমী স্নান

খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম :

নির্দেশ অমান্য করে অষ্টমী স্নান

করোনাভাইরাস সতর্কতায় জনসমাগম রোধে স্থানীয় প্রশাসন প্রজ্ঞাপন জারি করলেও কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের পাপ মোচনের জন্য ‘অষ্টমী স্নান’ উৎসব পালিত হয়েছে। চিলমারী উপজেলা প্রশাসন থেকে এ স্নান স্থগিত করা হলেও মানছেন না এসব সনাতন ধর্মাবলম্বী। 

এ উপলক্ষে বুধবার ভোর থেকেই চিলমারী নৌবন্দরের মেইন পয়েন্টে স্নান না করে বিভিন্ন এলাকার কয়েক হাজার পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদের ফকিরেরহাট, পুটিমারী, জোড়গাছসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে পাপমোচন করতে অষ্টমীর স্ন্যান উৎসবে মেতে ওঠেন।এছাড়াও কোথাও কোথাও এ উপলক্ষে বসে ছোটখাট মেলা।এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ জানান,সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় বিভিন্ন জায়গায় সমবেত হওয়া এ মানুষদেরকে সরিয়ে দেয়া হয়েছে।এখন বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যগণ অবস্থান করছেন।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর