২ এপ্রিল, ২০২০ ১৯:০২

স্পেনে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

স্পেনে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

ফাইল ছবি

করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে মৃত্যু সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত ৯৫০ জনের। একই সময়ে আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৩৬ থেকে বেড়ে এক লাখ ১০ হাজার ২৩৮ জনে পৌঁছেছে। 

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার হিসাবে ইউরোপের আরেক দেশ ইতালির পরেই রয়েছে স্পেন। ৩১ জানুয়ারি স্পেনে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের পর দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৭৩ জন। 

২০১৯ সালের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ দেখা যায়। বৃহস্পতিবার পর্যন্ত ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মোট ৯ লাখ ৫০ হাজার ৭১৩ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ভাইরাস সংক্রমণে ৪৮ হাজার ৩১১জন মারা গেছেন।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর