৫ এপ্রিল, ২০২০ ১০:০০

কভিড-১৯; মার্কিনীদের ফার্মাসিতেও যেতেও মানা

অনলাইন ডেস্ক

কভিড-১৯; মার্কিনীদের ফার্মাসিতেও যেতেও মানা

কভিড-১৯ করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে ৮ হাজার ৪৫২ জন। আগামী দুই সপ্তাহে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামনে আরও মৃত্যু দেখতে হবে যুক্তরাষ্ট্রকে। সামনে আরও বেশি সঙ্কটকালীন সময় আসছে।

মার্কিন ফিজিশিয়ান দেবোরাহ বির্ক্স সংক্রমণ এড়াতে মার্কিনীদের ফার্মাসি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে যেতেও নিষেধ করেছেন। শনিবার হোয়াইট হাউজে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, করোনাভাইরাসে সংক্রমণের হার কমিয়ে আনতে আগামী দুই সপ্তাহে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সময়টা প্রেসিডেন্টের নির্দেশনা মেনে চলতে হবে। এখন মুদি দোকান কিংবা ফার্মাসিতে যাওয়ার সময় নয়।

তিনি আরও বলেন, পরিবার ও বন্ধুদের নিরাপদে রাখতে আপনাদের সবকিছু করতে হবে। ছয় ফুট দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং নিয়মিত হাত পরিষ্কার রাখতে হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর