৫ এপ্রিল, ২০২০ ১৮:৪৭

শ্বাসকষ্ট নিয়ে রামেক হাসপাতাল থেকে পালিয়েছে ২ রোগী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

শ্বাসকষ্ট নিয়ে রামেক হাসপাতাল থেকে পালিয়েছে ২ রোগী
করোনাভাইরাস আতঙ্কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ছেড়ে চলে গেছেন দুইজন রোগী। যারা জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের জন্য আলাদা ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসাধী দেওয়া হচ্ছিল। শনিবার রাতে কর্তৃপক্ষের ছাড়পত্র না নিয়ে তারা চলে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
 
এদিকে, রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন একজন ভর্তি আছেন বলে জানিয়েছেন করোনা চিকিৎসক সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. আজিজুল হক আযাদ। রামেক হাসপাতলে নিয়মিত ব্রিফিংয়ে রবিবার সকালে তিনি এ তথ্য জানান।
 
ডা. আজিজুল হক বলেন, ওই রোগী একজন নার্স। তাকে রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালে স্থাপিত করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার তার পরীক্ষা করে ফলাফল ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত সেখানে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে নিয়ে ভর্তি হওয়া ১২ জন রোগীকে পাঠানো হয়। এদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার আটজনকে ছেড়ে দেওয়া হয়। তবে চিকিৎসকরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। বাকি চারজনের মধ্যে শনিবার ওই নার্সকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। অপর তিনজনের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রবিবার আরেকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজন শনিবার রাতে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এদের একজনের যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। এর আগে এই হাসপাতালে করোনাভাইরাস উপসর্গ নিয়ে ভর্তি একজন রোগী গত ২ এপ্রিল হাসপাতাল থেকে পালিয়ে যান।
 
বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর